এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানের সাথে বড় জয় তুলে নিয়েছে কিউইরা।
হ্যামিলটনে,টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে পাকিস্তান। জবাবে চার বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয় পায় নিউজিল্যান্ড।
১৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ২১ রানে মার্টিন গাপটিল ফিরে গেলেও, ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন কেইন উইলিয়ামসন ও সেইফিট। অধিনায়ক উইলিয়ামসন করেন অপরাজিত ৫৭ রান আর টিম সেইফির্টের ৮৪ রান।