ইতিহাস গড়ে গত মৌসুমে পিএসজিকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলেছেন জার্মান কোচ টমাস টুখেল। চলতি মৌসুমেও দলকে ইউরোপ সেরার লড়াইয়ে শীর্ষে তোলার চ্যালেঞ্জ নিয়েছিলেন তিনি। ওদিকে স্ট্রাসবার্গের বিপক্ষে বুধবার রাতের ম্যাচে ৪-০ গোলে জিতেছে টাখেলের দল।
তারপরও খারাপ খবর শুনতে হলো প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ থমাস টাচেলকে। ফ্রেঞ্চ লিগ ওয়ানের চলতি মৌসুমে বাজে শুরুর কারণে বরখাস্ত করা হয়েছে নেইমার-এমবাপ্পেদের কোচকে। পিএসজিতে প্রায় আড়াই বছর কাটানোর পর চাকরিচ্যুত হলেন টাচেল।
জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোলডটকম জানিয়েছে এ খবর। তবে পিএসজির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।
তিনি পিএসজির কোচ। পিএসজির হয়ে তার অবদান সবসময় খাঁটো করে দেখা হয়। কিন্তু মাঝে মধ্যে নিজেকে তার ক্রীড়া রাজনৈতিক কিংবা ক্রীড়ামন্ত্রী মনে হয় বলেও উল্লেখ করেন তিনি।