অ্যাডিলেডে দিবারাত্রির প্রথম টেস্টে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানেই গুটিয়ে গিয়েছিল। মেলবোর্নে বক্সিং ডে টেস্টেও যেন তারই পুনরাবৃত্তি হলো।
এবারো প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি স্বাগতিক ব্যাটসম্যানরা। ভারতীয় বোলারদের দাপটে এই টেস্টেও নিজেদের প্রথম ইনিংসে দুইশ রানের আগেই গুটিয়ে গেছে অজিরা।
বুমরাহ-অশ্বিনের বোলিং তোপে মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৯৫ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। বুমরাহ তুলে নিয়েছেন চার উইকেট। জবাবে, ব্যাট করতে নেমে ১ উইকেটে ৩৬ রান করে দিন শেষ করেছে ভারত।