ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মার্কাস র্যাশফোর্ডের শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত রাউন্ডে লেস্টার সিটির মাঠে ২-২ ড্র করেছিল প্রতিযোগিতার সফলতম দলটি।
আরেক ম্যাচে কষ্টার্জিত জয়ে মান রক্ষা করলো আর্সেনাল। দুর্বল ব্রাইটন হোভ অ্যালবিয়নের বিপক্ষে ১-০ গোলের জয় তাদের। তবে জয় পেলেও পয়েন্ট টেবিলে রয়েছে ১৫ নম্বরে।
বক্সিং ডে’তে চেলসিকে হারিয়ে ৭ ম্যাচ জয়হীন থাকার যাত্রা ভাঙ্গে আর্সেনাল। তাই ব্রাইটন হোভ অ্যালবিয়নের বিপক্ষের ম্যাচটায় আত্মবিশ্বাসী দল মিখেল আর্তেটা শিষ্যরা।
আর্সেনালের নামটা পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে। স্বাভাবিক ভাবেই বেমানান ঐতিহ্যবাহী দলটার সাথে। প্রথমার্ধটা এক রকম ম্যারমেরেই কেটেছে। কোন দলেরই রক্ষণকে খুব বেশি পরীক্ষায় পড়তে হয়নি। ফলে গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।