করোনা মহামারির কারণে অনেকটা দিন আন্তর্জাতিক সিরিজের বাইরে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজটা নিয়ে তাই দর্শক-সমর্থকদের আগ্রহ-উদ্দীপনার কমতি নেই। সেই আগ্রহে যেন জল ঢেলে দিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।
করোনার কারণে মূল দলের ১১জনকে বাইরে রেখে বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা দিল উইন্ডিজ ক্রিকেট বোর্ড।
টেস্টে নেতৃত্ব দেবেন ক্রেইগ ব্রাথওয়েট আর ওয়ানডে অধিনায়ক করা হয়েছে জেসন মোহাম্মদকে।
করোনার কারণে বাংলাদেশ সফরে আপত্তি জানান নিয়মিত ক্যাপ্টেন জেসন হোল্ডার, সহঅধিনায়ক রস্টন চেজ আর উইকেটকিপার ব্যাটসম্যান শাই হোপ। এই তিনজনের পাশাপাশি বাকিরাও একই ভয়ে ভীতি দেখান। তাই উইন্ডিজ বোর্ড দ্বিতীয় সারির খেলোয়াড়দের দিয়ে দল ঘোষণা করেছে।
এর আগে তিন উইন্ডিজ তারকা হেটমেয়ার, কিম, পলরা করোনার কারণেই ইংল্যান্ড সফরে যাননি। উইন্ডিজ বোর্ডের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন যারা খেলতে রাজি হয়েছেন তাদের নিয়েই দল গড়া হয়েছে। দল ঘোষণার পর ভার্চুয়াল সংবাদ সম্মেলেনে বিভিন্ন প্রশ্নের জবাব দেয় ক্যারিবীয় বোর্ড।
আগামী ১০ জানুয়ারি ঢাকায় পা রাখার কথা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। সিরিজ চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সফরে তিনটি ওয়ানডে আর দুটি টেস্ট খেলবে ক্যারিবীয়রা।