ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে নতুন বছরের শুরুটা দারুণ হলো য্যুভেন্তাসের।
সিরি আ এর ম্যাচে উদিনেজেকে উড়িয়ে দিল আন্দ্রেয়া পিরলোর দল। ঘরের মাঠে রোববার রাতে ৪-১ গোলে জিতেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
একবার করে জালে বল জড়ান ফেদেরিকো চিয়েসা ও পাওলো দিবালা। ম্যাচের ৩১ মিনিটে য্যুভেন্তাসকে এগিয়ে নেন রোনালদো। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ব্যবধান বাড়ান চিয়েসা।
রোনালদোর থ্রু বলে পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই ইতালিয়ান মিডফিল্ডার। ৭০তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো। নির্ধারিত সময়ের শেষ মিনিটে উদিনেজের হয়ে ব্যবধান কমান ডাচ ।