ইউরোপিয়ান ক্লাব ফুটবলে রাতে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাটলেটিকো মাদ্রিদ।
ইপিএলে বার্নলির মুখোমুখি হবে রেড ডেভিলরা। ম্যাচ শুরু রাত সোয়া দুইটায়। অন্যদিকে লা লিগায় রাত আড়াইটায় ঘরের মাঠে আতলেতিকোর প্রতিপক্ষ সেভিয়া।
১৬ ম্যাচে ৩৩ নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা ম্যান ইউয়ের সামনে সুযোগ থাকছে লিভারপুলকে টপকে শীর্ষে ওঠার। শেষ ৭ ম্যাচের ৬টিতে জিতে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী ওলে গানারের শিষ্যরা।
অন্যদিকে আতলেতিকো মাদ্রিদের জন্য লড়াইটা শীর্ষত্ব ধরে রাখার। ঘরের মাঠ ওয়ান্দা মেট্রোপলিটানোতে তারা মুখোমুখি হবে সেভিয়ার। শক্তির বিচারে সেভিয়া দুর্বল না হলেও নিজেদের মধ্যে আগের ১৯ দেখায় মাত্র একবার হেরেছে আতলেতিকো।
তবে শিরোপার দৌড়ে এগিয়ে থাকলেও তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পয়েন্ট তালিকার দুই ও তিনে থাকা রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তাই জয় নিয়েই মাঠ ছাড়তে চাইবে দিয়েগো সিমিওনের দল।