মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১২২ রানে অলআউট করেছে বাংলাদেশ। ফলে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ১২৩ রান। এর আগে টস জিতে ক্যারিবীয় অধিনায়ক জেসন মোহাম্মদকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক তামিম ইকবাল। সাকিব ও অভিষেক হওয়া পেসার হাসানের বোলিং তোপে ক্যারিবীয়রা তাদের রানের চাকা বেশিদূর নিতে পারেনি।
খেলা শুরুর পর হঠাৎ বৃষ্টিতে বেশ কিছুক্ষণ সময় খেলা বন্ধ থাকার পর আবারো শুরু হয়।
তবে প্রথমবারের মতো দর্শকহীন কোনও মাঠে খেলার স্বাদ পেতে যাচ্ছে টাইগাররা। করোনার জন্য মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাচ্ছেন না কোনও দর্শক। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি, টি-স্পোর্টস ও নাগরিক টিভি।