সিরি আ’য় প্রত্যাশিত জয় তুলে নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে য়্যুভেন্তাস। সাম্পদোরিয়াকে ২-০ গোলে হারিয়েছে য়্যুভেন্তাস। একটি করে গোল করেছেন চিয়েসা ও রামসি।
ধীরে ধীরে সুসময় ফিরছে ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন য়্যুভেন্তাসের। এবার তারা সাম্পদোরিয়াকে হারিয়ে উঠে এসেছে টেবিলের তিনে।