জহুর আহমেদে ২য় দিনের শুরুটা সাকিব ও লিটনের জুটির অর্ধশতকপূর্ণের মধ্য দিয়ে শুরু। তবে খুব বেশি সময় আর উইকেটে টিকে থাকতে পারেননি লিটন। ওয়ারিক্যানের বল দিনের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে বোল্ড হয়ে ফিরতে হয় লিটনকে। দলীয় ২৪৮ রানে ব্যক্তিগত ৩৮ রানে ফেরেন লিটন দাস।
লিটনের ফেরার পর অর্ধশতক তুলে নেন সাকিব আল হাসান। ১১০তম বলে নিজের ২৫তম অর্ধশতক তুলে নেন সাকিব। এরপর মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে গড়েন অর্ধশতকের জুটি। এই জুটিতেই বাংলাদেশ দল দলীয় ৩০০ রান স্পর্শ করে।
সাকিব ফিরলেও মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। ১৫০.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৩০ রান করে স্বাগতিকরা।
মিরাজের ১০৩ রানের চমৎকার সেঞ্চুরিতে এই বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। ১৬৮ বল খরচ করে ১৩টি চারে এই ইনিংস সাজান তিনি। এর আগে ২০১৮ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষ অপরাজিত ৬৮ রান করেছিলেন এই তরুণ ব্যাটসম্যান।
অবশ্য এদিন মিরাজকে যোগ্য সাহায়তা দেন তাইজুল ইসলাম (১৮) ও নাঈম হাসান (২৪)। আর লিটন দাস ৩৮ রান করেন ৬৭ বল খেলে।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
বাংলাদেশ (প্রথম ইনিংস): ৪৩০/১০; (মিরাজ ১০৩; সাকিব ৬৮; সাদমান ৫৯), (জোমেল ওয়ারিক্যান ৪/১৩৩; কর্নওয়াল ২/১১৪; বোনার ১/১৪)