ইতালিয়ান সিরি’আয় ফিওরেন্তিনার বিপক্ষে ২-০ গোলের দারুণ জয় পেয়েছে ইন্টার মিলান। এ জয়ের ফলে এসি মিলানকে টপকে শীর্ষে ওঠে এল কন্তের দল।
কোপা ইতালিয়ায় সবশেষ ম্যাচে য়্যুভেন্তাসের কাছে হারলেও, এবার সিরি’আয় জয় পেয়েছে ইন্টার মিলান। ম্যাচের শুরুতেই বলের দখল নিয়ে অ্যাটাকিং ফুটবল ইন্টারের। ফিওরেন্তিনার রক্ষণে একের পর এক হানা লুকাকু-সানচেজদের। যদিও ৬ মিনিটে বারেলার শট রুখে দেন প্রতিপক্ষের গোলকিপার। ৩১ মিনিটে সানচেজের অ্যাসিস্টে বারেলার বুলেট গতির শটে লিড নেয় ইন্টার মিলান।
এ জয়ে ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ওঠে এল ইন্টার মিলান।