ইংলিশ ঘরোয়া লিগে টানা জয়ের রেকর্ড গড়েছে ম্যানচেস্টার সিটি। এফএ কাপে সোয়ানসি সিটিকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সিটিজেনরা।
সোয়ানসির মাঠে আতিথ্য নিয়ে ম্যাচের ৩০ মিনিটে লিড নেয় ম্যানসিটি। রদ্রির বাড়ানো বল জালে পাঠান কাইল ওয়াকার।
বিরতি থেকে ফিরে ধার বাড়ে ম্যানসিটির। ৪৭ মিনিটে রাহিম স্টারলিংয়ের স্কোর লিড হয় ডাবল। তিন মিনিট বাদে ব্যবধান ৩-০ করেন গ্যাবরিয়েল জেজুস। ম্যাচের শেষদিকে এক গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি সোয়ানসি সিটি।
সব প্রতিযোগিতা মিলে এ নিয়ে টানা ১৫ ম্যাচ জিতলো সিটি। এর আগে টানা ১৪ ম্যাচ জিতার রেকর্ড গড়েছিলো আর্সেনাল।