মেক্সিকোর দল তাইগ্রেসকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। আর সেই সঙ্গে এক মৌসুমে সব শিরোপা জেতার ইতিহাস গড়লো দলটি।
বৃহস্পতিবার রাতে কাতারের অ্যাডুকেশন সিটি স্টেডিয়ামে ফাইনালে ১-০ ব্যবধানে তাইগ্রেসকে হারায় হান্স ফ্লিকের দল। দলের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন বাজামা পাভার্দ।
বার্সেলোনার পর দ্বিতীয় দল হিসেবে বছরে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলে ছয় শিরোপার সবগুলোই জিতল তারা। ২০০৯ সালে পেপ গার্দিওলার কোচিংয়ে এই কীর্তি গড়েছিল কাতালান ক্লাব বার্সেলোনা। বায়ার্ন গত বছর জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগ, বুন্ডেসলিগা, জার্মান কাপ, উয়েফা সুপার কাপ ও জার্মান সুপার কাপ। ক্লাব বিশ্বকাপ হওয়ার কথা ছিল গত ডিসেম্বরে, কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে তা পিছিয়ে দেওয়া হয়