যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সোমবার রাত ২টার পর কাতার এয়ারওয়েজের ফ্লাইটে হযরত শাহজালাল (র.) বিমানবন্দরে পা রাখেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন বিসিবির লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা কর্মকর্তা ওয়াসিম খান।
বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা জানান, গণমাধ্যম কর্মীদের চোখ ফাঁকি দিয়ে রাত আড়াইটার পর এয়ারপোর্ট ছাড়েন সাকিব।
এর আগে ফেসবুক লাইভে সাকিবের মন্তব্যে মনঃক্ষুণ্ণ হন আকরাম খান ও নাঈমুর রহমান দুর্জয়সহ বোর্ড কর্তারা। তার বাদেই সাকিবের আইপিএলে খেলার ছাড়পত্র পুনর্বিবেচনা করার কথা জানান আকরাম খান।