ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দ্রাবাদকে ১০ রানের ব্যবধানে হারিয়ে দারুণ এক মাইলফলক স্পর্শ করলো দুইবারের চ্যাম্পিয়নরা। এ জয়ের মধ্য দিয়ে আইপিএলের ইতিহাসে নিজেদের শততম জয় অর্জন করলো ইয়ন মর্গ্যানের দল।
আগে ব্যাট করে ছয় উইকেটে ১৮৭ রান করে কলকাতা। জবাবে, ব্যাট করতে এসে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান করে হায়দ্রাবাদ। ১০ রানের জয় দিয়ে চলমান আসর শুরু করে কলকাতা নাইট রাইডার্স।