সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে গতকাল বুধবার (১৪ এপ্রিল) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন পাকিস্তানি অধিনায়ক। এর ফলে প্রোটিয়াদের বিরুদ্ধে চার ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গেল পাকিস্তান।
দীর্ঘদিন শীর্ষস্থানে থাকা ভারত অধিনায়ককে পিছনে ফেলে বুধবার আইসিসি ওয়ানডে ব়্যাংকিংয়ে এক নম্বরে উঠে আসন বাবর। ২৬ বছর বয়সী পাকিস্তানি এই ব্যাটসম্যান চতুর্থ পাকিস্তানি হিসেবে এই নজির গড়েন। এর কয়েক ঘণ্টার মধ্যেই আরেকটি রেকর্ডের মালিক বনে গেলেন বাবর।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪৯ বলে সেঞ্চুরি করেন পাকিস্তানি অধিনায়ক। পাকিস্তানিদের মধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই দ্রুততম সেঞ্চুরি।