পার্ক দে প্রিন্সেসে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে লেন্সকে ২-০ গোলে হারিয়েছে পচেত্তিনোর দল। শনিবার রাতে শুরুতে নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। পরে তার কর্নারে হেডে গোল করেন মার্কুইনহোস।
এই জয়ে অল্প সময়ের জন্য লিগের পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠেছিল প্যারিসের দলটি। তবে পরে আরও এক ম্যাচ জিতে জায়গা পুনর্দখল করে লিলে। শিরোপা জিততে তাদের দরকার মাত্র ৩ জয়।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হওয়ার আগে এই জয় পিএসজির জন্য বেশ জরুরি ছিল। কারণ ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচে সিটির কাছে ১-২ ব্যবধানে হেরে গিয়েছিল তারা।