প্রথম দুই ম্যাচ জিতে আগেই তিন ম্যাচের সিরিজটা নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপ সুপার লিগ এবং ছন্দ ধরে রাখতে তৃতীয় ম্যাচটাও জিততে মরিয়া ছিল তামিম ইকবালের দল। বাজে ফিল্ডিং আর ব্যাটিং দুর্দশার কারণে পারল না বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আজ ৯৭ রানে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশের এই ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। লিটন দাসের পরিবর্তে একাদশে জায়গা পান নাইম শেখ। ইনজুরির কারণে এ ম্যাচে ছিলেন না মোহাম্মদ সাইফউদ্দিন। তার পরিবর্তে একাদশে ছিলেন তাসকিন আহমেদ।