কিছুদিন ধরেই ট্রান্সফার মার্কেটে গুঞ্জন ছিল মৌসুমের শেষে ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। দুই বছরের চুক্তিতে আগামী ২০২৩ সাল পর্যন্ত বার্সেলোনায় যোগ দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
বার্সেলোনার পক্ষ থেকে সোমবার এ ব্যপারে আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হয়েছে।
এক বিবৃতিতে বার্সা জানিয়েছে আগামী মাসে এগুয়েরোর সাথে ম্যানচেস্টার সিটির চুক্তি শেষ হবার পরেই তিনি বার্সার খেলোয়াড় হিসেবে পরিচিত হবেন। ১০০ মিলিয়ন ইউরোতে এগুয়েরোর সাথে বার্সেলোনার দুই বছরের চুক্তি হয়েছে।’
এই বিবৃতির পরপরই ক্যাম্প ন্যুর মাঠে এগুয়েরোকে আনুষ্ঠানিক ভাবে পরিচয় করিয়ে দেয়া হয়।
বার্সা আশা করছে এগুয়েরোর এই দলভূক্তিতে তার জাতীয় দলের সতীর্থ ও বন্ধু লিওনেল মেসিও এই ক্লাবে থেকে যাবেন। যদিও করোনা পরিস্থিতিতে আর্থিক দিকটি নিয়ে বার্সেলোনা বেশ দু:শ্চিন্তায় রয়েছে। গত মৌসুমে লা লিগা টেবিলের তৃতীয় স্থানে থাকা রোনাল্ড কোম্যানের দলটি ১.২ বিলিয়ন আর্থিক ক্ষতির মুখে রয়েছে। পিএসজির কাছে বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছিল কাতালান জায়ান্টরা। এছাড়া বিতর্কিত ইউরোপীয়ান সুপার লিগে নাম লিখিয়ে উয়েফার শাস্তির অপেক্ষায় আছে।