কোপায় শেষ আট নিশ্চিত করলো সুয়ারেজরা। এদিসন কাভানির গোলে বলিভিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে উরুগুয়ে।
কোপা আমেরিকার সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়নদের সামনে গত ৭ আসরে মাত্র একবার গ্রুপ পর্ব পেরোনো বলিভিয়া। তবে ২০১১ সালে সর্বশেষ শিরোপা জয়ের পর আর শেষ চারেই উঠতে পারেনি অস্কার তাবারেজের দল।
এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে যায় টুর্নামেন্টটির সফলতম দল উরুগুয়ে। দ্বিতীয় ম্যাচে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করলেও গোল পাননি সুয়ারেজ বা কাভানি। উরুগুয়ের সমতাসূচক গোলটি ছিল চিলির আর্তুরো ভিদালের আত্মঘাতী।
শুক্রবার বলিভিয়ার বিপক্ষে পাওয়া ২-০ গোলের জয়েও প্রথম গোলটি ছিল আত্মঘাতী।
দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে দলের দ্বিতীয় গোলটি অবশ্য করেন কাভানি।
এই জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ আট নিশ্চিত করেছে উরুগুয়ে। ৩ ম্যাচ থেকে কোনো পয়েন্ট না পাওয়া বলিভিয়ার টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া বলতে গেলে নিশ্চিতই হয়ে গেছে।