গ্রুপ পর্বে নেদারল্যান্ডসকে থামতে হলো শেষ ১৬’তেই। আর এদিন ডাচদের স্বপ্ন ভঙ্গ হলো আন্ডার ডগ চেক প্রজাতন্ত্রের কাছে। হাঙ্গেরির পুস্কাস অ্যারেনায় ডাচদের ২-০ গোলের ব্যবধানে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে চেকরা। এদিন চেকদের হয়ে গোল দুটি আসে যথাক্রমে থমাস হোলস এবং প্যাট্রিক শিকের কাছ থেকে।
ম্যাচের ৫৫তম মিনিটে ডাচ ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিটের লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর ম্যাচের বাকি থাকা প্রায় ৩৫ মিনিটেরও বেশি সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে চেক। ম্যাচের ৬৮তম মিনিটে হোলসের গোলে লিড নেওয়ার পর ৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন প্যাট্রিক শিক। আর তাতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় চেক প্রজাতন্ত্রের।
এর আগে ১৯৯৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের রানার্সআপ হয়ে শেষ করেছিল চেকরা।