শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। তিনি মানুষের জীবন ও জীবিকা দুইটি নিয়ে ভাবেন। তিনি বলেন, অসহায় ও কর্মহীনদের জন্য খাদ্য ও নগদ অর্থ সহায়তাসহ প্রয়োজনীয় উদ্দ্যোগ গ্রহন করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি করোনা থেকে জনগণকে বাঁচাতে গণটিকার কার্যক্রম শুরু করেছেন।
বুধবার বিকালে চট্টগ্রাম নগরীর পাঠানটুলীতে করোনায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবনের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক চন্দন ধর, স্থানীয় কাউন্সিলর মো. জাবেদ, আরশাদুল আলম বাচ্চুসহ আরো অনেকে।