১৭ সদস্যের পরিবার নিয়ে খোলা আকাশের নীচে জীবন যাপন করছেন মুক্তিযোদ্ধা পেয়ার মোহাম্মদ। সন্ত্রাসী ও ভূমিদস্যুরা ভুয়া দলিল তৈরীর মাধ্যমে স্থানীয় প্রশাসনকে ব্যবহার করে তাঁকে বসতভিটা থেকে উচ্ছেদ করেছে।
ফলে বিপন্ন ও মানবেতর জীবন যাপন করছেন তিনি। ২০১৫ ও ২০১৭ সালে স্থানীয় সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা এ পরিবারটিকে বসত ভিটা ছাড়া করার প্রয়াসে ঘর-বাড়ী ভাংচুর ও লুটপাট করে। সকালে চট্টগ্রাম প্রেসক্লাব হলে সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা পেয়ার মোহাম্মদ লিখিত বক্তব্যে এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা পেয়ার মোহাম্মদ, নুরুল আলম, শাহ সুলতান, সাজেদা বেগম, নাসিমা বেগম সহ আরো অনেকে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি