প্রায় চার মাস পর ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ শুরু হচ্ছে। আজ রোববার (৫ সেপ্টেম্বর) থেকে দেশটির সঙ্গে ফ্লাইট চলাচল শুরুর কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে বেবিচকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চলাচল শুরু হবে।
জানা গেছে, এরই মধ্যে রোববার থেকে ভারতের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট ঘোষণা করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সও এরই মধ্যে ভারতে তাদের ফ্লাইট ঘোষণা করেছে।