প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে সম্ভাবনাময় দেশ হিসেবে পরিচিতি পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। বলেন, বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করেছেন। আর শেখ হাসিনা লাড়াই সংগ্রামের মাধ্যমে দেশকে গড়ে তুলেছেন। শেখ হাসিনা দেশে ফিরে না এলে তা সম্ভব হতো না। এসময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, দলটি ভোটে ব্যর্থ হয়ে রাজপথ ছেড়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি