ভারতে ক্ষমতায় নতুন যে দলই আসুক, বাংলাদেশের সঙ্গে আগের মতোই সম্পর্ক অব্যাহত থাকবে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার সকালে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, ভারত থেকে আমদানি করা ১৭৯টি বাস, ৪৮০টি ট্রাক এরই মধ্যে দেশে এসেছে। দোতলা, এসি এবং নন এসি মিলিয়ে মোট ৬০০ বাস এবং ৫০০ ট্রাক আসবে। ওবায়দুল কাদের বলেন, ভারতের এই নির্বাচনের পরে অমীমাংশিত বিষয়গুলো সমাধান হবে। এর আগে সকালে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে থেকে ঢাকা নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির ১৫টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিসের উদ্বোধন করে তিনি।