কৃষকের কাছ থেকে ধান কিনতে আরও ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। মির্জা ফখরুল বলেন, ‘কৃষকের কাছ থেকে অতিরিক্ত প্রায় ৩৬ লাখ মেট্রিকটন ধান কিনতে এ টাকা বরাদ্দ দিতে হবে। তিনি বলেন, সরকার ধান- চাল সংগ্রহের মাধ্যমে দলীয় ব্যবসায়ীদের মুনাফা পাইয়ে দিচ্ছে। বাজার থেকে কম দামে ধান কিনে চালকল মালিকরা প্রতি কেজিতে মুনাফা করছে ১০ টাকা। আর কৃষক উৎপাদিত ধান বিক্রি করে প্রতি কেজিতে লোকসান গুনছে ১০ থেকে ১২ টাকা। এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ আরো অনেকে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি