গাজীপুরের কালীগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এখনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
কিশোরীরর পরিবার জানায়, গত ৮ জুন রাত্রে তাকে ডেকে নিয়ে পাশের জঙ্গলে রাত ভর ধর্ষন করে বখাটে এনামুল সরকার। পরে বিষয়টি এনামুলের পরিবারকে জানালে তারা সামাজিকভাবে মীমাংসা করার চেষ্টা করেন। এ বিষয়ে ভিক্টিমের বাবা দিনমজুর রুস্তম আলী সরকার বাদী হয়ে গতরাতে থানায় মামলা করেন। কালীগঞ্জ ওসি তদন্ত রাজিব চক্রবর্তি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আসামিকে গ্রেফতারে অভিযান অভ্যাহত রয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি