শুরু হয়েছে ২০২৪ সালের হজের মৌসুম। সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার (৯ মে) ভারত থেকে আগত ২৮৩ হজযাত্রীর প্রথম ব্যাচ অবতরণ করেছে। হাজিদের বরণ করেছেন সৌদি পরিবহন ও লজিস্টিক পরিষেবামন্ত্রী প্রকৌশলী সালেহ আল-জাসের। খবর সৌদি গেজেটের।
আল জাসের বলেন, বাইরে থেকে আসা হজযাত্রীদের সর্বোচ্চ পরিবহন পরিষেবা দিতে সৌদির সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং তা হজের মৌসুম শেষ হওয়া পর্যন্ত থাকবে। হাজিদের সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে হজযাত্রা সম্পাদন করে নিরাপদে নিজ দেশে প্রেরণের ব্যাপারে সৌদি আন্তরিক বলেও জানান তিনি।
হাজিদের সুবিধার্থে ৬টি বিমানবন্দরে ৭ হাজার ৭০০ ফ্লাইট এবং ২৭ হাজার বাস সার্ভিসের ব্যবস্থা করেছে সৌদি আরব। হজের আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য রয়েছে উচ্চ গতির বিশেষ রেল ও মেট্রো ব্যবস্থা।
চলতি ২০২৪ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ লাখেরও বেশি মানুষ হজ করতে সৌদিতে যাবেন বলে ধারণা করা হচ্ছে। আর দেশটির অভ্যন্তরে এ বছর হজ করতে পারেন অন্তত ১০ লাখ মানুষ।
এই ৩০ লাখ মানুষকে যথাযথ পরিষেবা প্রদানের চুড়ান্ত প্রস্তুতির পর্যায় পার করছে সৌদির বিভিন্ন সরকারি পরিষেবা সংস্থা।