মুন্সীগঞ্জ পৌরসভার কাটাখালী এলাকায় জেলা খাদ্য ভবনের পাশের গোডাউনে আগুন লেগে ২০০ মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৭ আগস্ট) দুপুরে স্থানীয় ব্যবসায়ী নুর হোসেনের পাটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কী কারণে আগুন লেগেছে প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
জানা গেছে, দুপুর ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ব্যবসায়ী নুর হোসেন জানান, ৪ বছর ধরে এখানে পাট মজুত করে ব্যবসা করে আসছি। সকালেও এসে দেখে গেছি। দুপুরে খবর পাই গোডাউনে আগুন জ্বলছে। এসে দেখি প্রায় ২০০ মণ পাট আগুনে পুড়ে গেছে। এতে আমার ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রাকিব জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি।