চুরির উদ্দেশ্যে বাড়িতে অনুপ্রবেশকারী এক ব্যক্তির ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছিলেন সাইফ আলি খান। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অনেকেই এই হামলাকে ‘ভুয়া’ বলে দাবি করেছিলেন। অবশেষে, সাইফ তাদের সেই অভিযোগের কড়া জবাব দিলেন।
কয়েক মাস আগে ঘটে যাওয়া এই ঘটনাটির পর সাইফ যখন হাসপাতাল থেকে পায়ে হেঁটে বেরিয়ে আসেন, সেই সময়ের একটি ভিডিও দেখে অবাক হয়েছিলেন কাজলের বোন টুইঙ্কল। কাজল সাইফকে জানান যে ভিডিওটি দেখে তিনিও হতবাক।
সাইফ ঘটনার প্রসঙ্গে বলেন, ‘অনুষ্ঠান যখন শেষ হলো, সেখানে অনেকে ছিলেন। অনেকেই আমাকে কীভাবে হাঁটা উচিত, সে বিষয়ে মতামত দিচ্ছিলেন। সংবাদমাধ্যমও কৌতূহলী হয়ে উঠেছিল। আমি বললাম যদি মিডিয়া কৌতূহলী হয় তবে আমাদের বিষয়টা সমাধান করা উচিত এবং আমাকে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেওয়া উচিত।
‘কারণ আমি হাঁটতে সক্ষম ছিলাম। আঘাতটা খারাপ ছিল, কিন্তু ঠিক ছিল। তারা সেলাই করে দিয়েছিল এবং আমি এক সপ্তাহ সেখানে ছিলাম। আমার পিঠ ঠিক ছিল। ব্যথা হচ্ছিল, তবে আমি হাঁটতে পারছিলাম। আমার হুইলচেয়ারের প্রয়োজন ছিল না।’
অনেকে তখন সাইফকে অ্যাম্বুলেন্সে বা হুইলচেয়ারে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। অভিনেতার কথায়, ‘কেউ কেউ বলেছিলেন আমার অ্যাম্বুলেন্সে যাওয়া উচিত। কেউ বলেছিল আমার হুইলচেয়ারে যাওয়া উচিত। আর আমি ভাবছিলাম, আতঙ্কিত হওয়ার কারণ কী? পরিবার, ভক্ত, আর কেউ? শুধু হেঁটে যাও এবং মানুষকে জানাও যে তুমি ঠিক আছো।’
তিনি জানান, এটাই ছিল তার হেঁটে বেরিয়ে আসার একমাত্র কারণ। তবে হেঁটে বের হওয়ায় যে বিতর্ক শুরু হয়েছিল, সেই প্রসঙ্গে সাইফ আফসোস করে বলেন, ‘অনেকে আলোচনা শুরু করে যে আক্রমণটা ভুয়া নাকি আসল আমরা এই ধরনের পৃথিবীতে বাস করি।’