ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশির সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। রোববার ( ৮ সেপ্টেম্বর ) বিকাল ৪টায় গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
এসময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- টাঙ্গাইলে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষ, কলেজছাত্র নিহত
বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী দিনে দুই দেশের সম্পর্ক কীভাবে এগিয়ে নেয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেন– তেল পরিশোধন, তথ্য প্রযুক্তিতে সহায়তাসহ বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী ইরান।
তিনি আরও বলেন, কাজের ক্ষেত্রে বড় সম্ভাবনা আছে বাংলাদেশে। এদেশের মানুষের সঙ্গে কাজ করতে চায় তারা, এমনটা জানিয়েছে ইরানের রাষ্ট্রদূত। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন যুগের সূচনাকে স্বাগত জানিয়েছে তারা।