নিউজ ডেস্ক / বিজয় টিভি
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান দুর্নীতির ক্ষেত্রে ‘সরল বিশ্বাস’ বলতে কী বুঝিয়েছেন, তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি। বলেন, “দূর্নীত দূর্নীতিই, এর দ্বিতীয় কোনো ব্যখ্যা নেই। বৃহস্পতিবার দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ পাবলিক সার্ভিস অ্যাক্ট নিয়ে সাংবাদিকদের প্রশ্নে বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে ‘সরল বিশ্বাসে কৃতকর্ম’ কোনো অপরাধ নয়। তবে প্রমাণ করতে হবে যে ‘সরল বিশ্বাসেই’ কাজটি হয়েছে। এর পর থেকেই সমালোচনার মুখে পড়েন তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি