আমরা চিরদিনের জন্য রাষ্ট্রের ক্ষমতায় থাকতে আসিনি, নির্বাচন হবে আমরা চলে যাবো। নির্বাচন যত তাড়াতাড়ি হবে ততই আমাদের জন্য মঙ্গল বলে মন্তব্য করছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
সোমবার (১০ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন উদ্বোধন করে মতবিনিময় সভায় এসব বলেন তিনি।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আমি ব্যক্তিগতভাবে এখানে (সরকারে) প্রত্যাবর্তন করতে চাই না, করবো না। দীর্ঘ সময় ধরেই বেসিক কাজ করেছি ডিপ্লোম্যাসি করেছি। এ দেশের সরকার অনেক উদার পাহাড়ের একজন মানুষকে ডিপ্লোম্যাট বানিয়েছেন। এ দেশের মানুষ বৈচিত্র্য বিশ্বাস করে বলেই সম্ভব। বাঙালিদের পাশাপাশি যারা পাহাড়ি আছি তারাই দিয়েছি এই বৈচিত্র্য। সুতরাং এই বৈচিত্র্য ধরে রাখতে হবে।
তিনি বলেন, আমাদের প্রধান উপদেষ্টা লোক দেখানো কোনোকিছু বিশ্বাস করেন না। ওনার চাওয়া আমরা উপদেষ্টারা যা বলবো, প্রশাসনের লোকজন যা কিছু বলবে—তা যেন লোক দেখানো না হয়। জনবান্ধন এবং জনসেবায় সবাইকে নিয়োজিত হয়ে জনগণের মন জয় করতে হবে।
তিনি আরও বলেন, পার্বত্য জেলা পরিষদগুলোর শক্তিশালী আইন রয়েছে। তাদের সক্ষমতা বাড়াতে কাজ করছে পার্বত্য মন্ত্রণালয়। জেলাপরিষদ যেন এ এলাকার জনসাধারণের সব পরিষেবা দিতে পারে। এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে জেলা পরিষদের কাছে ২৮/৩০টি বিভাগ হস্তান্তরিত হয়েছে। পর্যাপ্ত কাজ করার সুযোগ রয়েছে। জেলা পারিষদগুলো যদি না বোঝে সেক্ষেত্রে পার্বত্য মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।
মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন।
এর আগে, সকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করেন উপদেষ্টা।