শেখ পরিবারের সদস্যদের নামে থাকা চারটি নৌযানের নাম পরিবর্তন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি)।
সম্প্রতি সংস্থাটির মহাব্যবস্থাপক (মেরিন) ক্যাপ্টেন বাপ্পী কুমার অধিকারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ৪টি নৌযানের নাম পরিবর্তন করে কর্তৃপক্ষের অনুমোদনে ‘এসটি শহীদ আ: রব সেরনাবিয়াত’ এর স্থলে ‘এসটি ইলিশা’, ‘এসটি শহীদ শেখ ফজলুল হক মনি’ এর স্থলে ‘এসটি শৈবাল’, ‘এসটি শহীদ শেখ কামাল’ এর স্থলে ‘এসটি গাংচিল’ এবং ‘এসটি শহীদ সুকান্ত বাবু’ এর স্থলে ‘এসটি সাঙ্গু’ নামকরণ করা হয়েছে।
একইসঙ্গে এ বিষয়ে কোনো মালিকানা, আর্থিক বা প্রশাসনিক জটিলতা থাকলে আগামী সোমবারের (২৪ ফেব্রুয়ারি) মধ্যে চট্টগ্রামের নৌবাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসারের কাছে লিখিত আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠানের নাম থেকে শেখ পরিবারের নাম বাদ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় এবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মালিকানাধীন এই চারটি নৌযানের নামও বদলে ফেলা হয়েছে।