ধর্ষকদের ফাঁসি চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা মধ্যরাতে মিছিল করেছেন। তারা ধর্ষকদের প্রকাশ্যে শাস্তিসহ দ্রুত দেশে সংঘঠিত ধর্ষণকাণ্ডের বিচার চেয়েছেন।
শনিবার (৮ মার্চ) রাত সাড়ে বারোটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন। পরে অন্যান্য হলের নারী শিক্ষার্থীরা যোগ দেন।
এর আগে সন্ধ্যা ৭ টায় রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ধর্ষকদের প্রকাশ্য বিচার চেয়ে মশাল মিছিল করেছেন।
মূলত মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করছেন ছাত্রীরা।
ধর্ষণের শিকার শিশুটি এ কয়দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পুরাতন ভবনের দ্বিতীয় তলায় পিআইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিল। পরে শিশুটিকে আশংকাজনক অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।