বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ (বৃহস্পতিবার) দুপুরের দিকে তাঁকে হাইকোর্টের গেট থেকে গ্রেফতার করা হয়।
রমনা বিভাগের ভারপ্রাপ্ত (পুলিশ) উপকমিশনার রাজীব আল মাসুদ জানান, হাফিজ উদ্দিনকে হাইকোর্টের গেটের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। এখন তিনি ডিবির হেফাজতে রয়েছেন। এরপর তাঁকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।’ পুলিশ জানায়, গত মঙ্গলবার হাইকোর্টের সামনে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুরের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমর্থক রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গত মঙ্গলবার হাইকোর্টের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশ তাঁদের সরাতে কাঁদানে গ্যাসের শেল ছুড়লে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে।
বিএনপির সমর্থকরা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে পুলিশ শাহবাগ থানায় মামলা করে। এতে ১৫ থেকে ২০ জনের নাম উল্লেখ করে আরও ৫০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি