ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২১তম সম্মেলনে অংশ গ্রহণ করতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে পার্টির একটি প্রতিনিধি দল সম্মেলন স্থলে পৌঁছেছেন। আজ (শুক্রবার) দুপুর সোয়া দুইটার দিকে তারা সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছান।
জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানিয়েছেন।
প্রতিনিধি দলে রয়েছেন, জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কাজী ফিরোজ রশিদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এসএম ফয়সল চিশতি ও মুজিবুল হক চুন্নু এমপি, মেজর (অব) রানা মোহাম্মদ সোহেল এমপি ও সুনীল শুভ রায়।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি