‘বাংলাদেশের গণহত্যা জাদুঘর’ ও ‘গণহত্যা-নির্যাতন’ও ‘মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের’ জন্য ভারত সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।
তিনি আজ রোববার খুলনায় দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা আর্কাইভ ও জাদুঘর পরিদর্শনকালে এ আশ্বাস দেন। এ সময় তাঁর সঙ্গে ভারতীয় একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
ভারতীয় হাই কমিশনার জাদুঘরের প্রতিটি কক্ষ পরিদর্শন করেন এবং একাত্তরের গণহত্যার নিদর্শন দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
রীভা গাঙ্গুলি দাশ এতো নিদর্শন থাকা সত্ত্বেও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান সেনাবাহিনীর নির্বিচারে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি কেন পাওয়া যায়নি তা নিয়ে বিষ্ময় প্রকাশ করেন।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি