শিশুদের ওপর থেকে বই আর পরীক্ষার চাপ কমাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এ নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে যে পিইসি পরীক্ষা নেয়া হয়, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে বিশেষজ্ঞরাও বিভক্ত।
তাই পিইসি পরীক্ষা থাকবে কি না, তা পর্যবেক্ষণে রয়েছে। এর আগে, একনেক সভায় ৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে চার হাজার ৬’শ কোটি টাকা। এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সড়ক ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাছান মাহমুদসহ অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি