আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীদ্বয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গতকাল রাতে তাঁর সরকারি বাসভবন গণভবনে দেখা করেছেন।
আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গতকাল অনুষ্ঠিত নির্বাচনে মেয়র নির্বাচিত হন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সারোয়ার-ই-আলম সরকার জানান, রাত সাড়ে ৯টার দিকে দুই মেয়র প্রার্থী গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।
গণভবনে পৌঁছানোর পর তারা প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। শেখ হাসিনা তাদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী এ সময় ইভিএমের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করায় নগরবাসীকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, নগরবাসী ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দিয়ে পুনরায় তাদের প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপন করেছেন।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি