এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৪ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র এ এসপি মিজানুর রহমান বাসসকে জানান, রাজধানীর রামপুরা, গাজীপুর ও খুলনায় পৃথক অভিযানে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৪ সদস্যকে আজ সকালে গ্রেফতার করা হয়েছে।
ঢাকার রামপুরা, গাজীপুর ও খুলনা থেকে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস প্রতারণা ও গুজব সৃষ্টিকারী চক্রের সক্রিয় চার সদস্যকে পৃথক অভিযান চালিয়ে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক চারজন হলো- রামপুরার আল মাহমুদ (১৮), গাজীপুরের আবু বক্কর সিদ্দিক (২৬), খুলনার সাইমন ইসলাম (২০) ও শাকিল মাহমুদ (২০)।
আজ সোমবার দুপুরে র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল রোববার সন্ধ্যা থেকে আজ ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে প্রশ্নফাঁস চক্রের চার সদস্যকে আটক করা হয়।
তিনি বলেন, গোয়েন্দা নজরদারীর মাধ্যমে র্যাব রোববার অভিযান পরিচালনা করে। অভিযানে আটকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে তাদের সঙ্গে জড়িত বাকিদেরও আটক অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি