আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে গিয়েছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ।
রাষ্ট্রপতি তাঁর পত্নী রাশিদা খানমকে নিয়ে রাত ৮টা ৩৭ মিনিটে হাসপাতালে যান এবং ১৫ মিনিট ওবায়দুল কাদেরের শয্যাপাশে অবস্থান করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন একথা জানান।
রাষ্ট্রপতি উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা করেন। চিকিৎসকরা রাষ্ট্রপতিকে জানান ওবায়দুল কাদেরের অবস্থা এখন ভাল এবং শিগগিরই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন।
শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে এক সভায় যোগদানকালে ওবায়দুল কাদের অসুস্থ হয়ে পড়েন। ফলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকেলে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি