করোনা বিশ্ব ও পরিবেশকে বদলে দিলেও বিএনপিকে বদলাতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (মঙ্গলবার) সকালে সরকারি বাসভবন থেকে অনলাইনে ব্রিফিংকালে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সাম্প্রতিক বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতিবাচক ও দায়িত্বহীন রাজনীতির কারণে ইতিমধ্যে আইসোলেশনে পৌঁছে গেছে। বিষোদগারের ভাইরাসে আক্রান্ত বিএনপি। তাই তারা ভাল কাজ দেখতে পান না।
এ সময় তিনি স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানো, জনগণের প্রতি মানবিক আচরণ এবং সংকটে ইতিবাচক সাড়া দেয়ায় পরিবহন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি