গণপরিবহণে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিশ্রুতির বরখেলাপ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (শুক্রবার) সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি আয়োজিত অনলাইনে কোভিড-নাইনটিন বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
সেতুমন্ত্রী বলেন, করোনা সংক্রমণের অবনতিশীল পরিস্থিতিতে আক্রান্তদের সঠিক সেবা দেয়া নিশ্চিত করতে হবে। পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে করোনা সম্পর্কিত সচেতনতা বাড়ানো, সুরক্ষা ও ঝুঁকি ব্যবস্হাপনা বিষয়ে প্রশিক্ষণ জরুরি বলেও জানান তিনি।
এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের সামাজিক দূরত্ব বজায় রেখে সমন্বয়ের মাধ্যমে মানুষের পাশে থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।
নিউজ ডেস্ক/বিজয় টিভি