সংকটময় পরিস্থিতিতে সরকার গণমুখী বাজেট উপস্থাপন করেছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (শনিবার) দুপুরে, তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, সংকটকালে মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি ও অর্থনৈতিক উত্তরণের এ বাজেট নিয়েও বিএনপি গতানুগতিক সমালোচনার বৃত্তে আবর্তিত হচ্ছে। জনমানুষের আকাঙ্ক্ষা, মনের ভাষা শেখ হাসিনা বুঝতে পারেন তাই মানুষের সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক পুনরুদ্ধারের মাধ্যমে অভীষ্ট লক্ষ্য অর্জনের প্রামাণ্য উপস্থাপন হচ্ছে এ বাজেট, বলেও জানান তিনি।
এর আগে ব্রিফিংয়ের শুরুতে মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেন মন্ত্রী।
নিউজ ডেস্ক/বিজয় টিভি