বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ (বুধবার) সকালে, তদন্ত কমিটি ঘটনার প্রতক্ষ্যদর্শী ত্রবং লঞ্চ থেকে যারা জীবিত উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে গণস্বাক্ষর গ্রহণ করা হয়। সদরঘাট টার্মিনালের বিআইডব্লিউটিএ’র সভাকক্ষে এ গণস্বাক্ষর নেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম খান, ক্যাপ্টেন জসিম উদ্দিন সরকার ও নৌ পুলিশের সিনিয়র এসপি মোঃ ফরিদ।
গত সোমবার বুড়িগঙ্গা নদীতে লঞ্চ দুর্ঘটনায় ৩৪ জন নিহতের ঘটনায় বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি