শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, করোনা পরিস্থিতির শুরু থেকে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (শনিবার) দুপুরে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাই ফ্লু নেজাল ক্যানোলা মেশিন হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপমন্ত্রী বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সক্ষমতা বাড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রকল্প হাতে নিয়েছেন। এর আগে হাসপাতালের ওয়ার্ডগুলো ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসা বিষয়ে খোঁজ-খবর নেন শিক্ষা উপমন্ত্রী।
নিউজ ডেস্ক/বিজয় টিভি