মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন কার্যকরী ব্যবস্থা গ্রহণের ফলে, বাংলাদেশ সু-স্বাদু পানির মৎস্য উৎপাদনে এ বছর বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে বলে জানিয়েছেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম।
সকালে, পিরোজপুর জেলা সার্কিট হাউজ মিলনায়তনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ১৮৮ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি আরও বলেন, করোনা মোকাবিলায় সচেতনতা সৃষ্টিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছেন। যেকোনো সমস্যা মোকাবিলায় তার নেতৃত্বাধীন সরকারের আগাম প্রস্তুতি রয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি