বর্তমান সরকারের আমলে জনবান্ধব হিসেবে শতভাগ আস্থা অর্জন করতে পেরেছে পুলিশ উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অপরাধ দমনে পুলিশ বিভাগ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করে যাচ্ছে।
আজ (সোমবার) দুপুরে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী আরও বলেন, এই তদন্ত কেন্দ্র চালুর মধ্য দিয়ে প্রত্যন্ত এলাকায় অপরাধ কমে আসবে। বিশেষ করে মাদক কারবারীদের দমনে বিশেষ ভাবে কাজ করবে পুলিশ। এক্ষেত্রে পুলিশী কাজে স্থানীয়দের সহযোগিতার আহবান জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি